Spread the love
এই প্রথমবার ১০ হাজারের কমদামে বিরাট ফিচার নিয়ে হাজির। রেডমি। মোবাইলটি কেনা যাবে ৩১ আগস্ট বেলা ১২টা থেকে আমাজনে।
রেডমি মোবাইল
কোম্পানির তরফ থেকে মোবাইলটির দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা। কিন্তু এই দামে মোবাইলে যা যা সুবিধা পাচ্ছেন তা আপনাকে হতবাক করে দেবে। এই প্রথমবার কোনও কোম্পানি ১০ হাজারের নিচের মোবাইলে এত ভাল ফিচার দিয়েছে।
চলুন দেখা যাক কি কি পাওয়া যাবে এই ১০ হাজারের নিচের মোবাইল ফোনে।
এখানে দেখুন ☛ রেডমি মোবাইল
- Octa-core Helio G80 processor and upto 2.0GHz clock speed. জি ৮০ প্রসেসর ১০ হাজারের নিচের মোবাইলে এটাই হতবাক করে। সঙ্গে ২ জিগাহাট স্পিড। যাস্ট মাইন্ডব্লোইং।
- মাইক্রোমোড ৫ মেগাপ্যাস্কেল ক্যামেরা সহ ১৩+৮+২ মেগাপ্যাস্কেল সুপার পাওয়ার ক্যামারা আছে পিছনে, যা অন্যান্য যেকোনও ক্যামেরার চাইতে কোনং অংশে কম নয়। পিছনে একই কোয়ালিটির ৮ মেগাপ্যাস্কেল ক্যামেরা।
- ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। সঙ্গে 1080×2340 pixels and 19.5:9 aspect ratio পাবেন। ভাবুন একবার নিজেই।
- ৫০২০ এমএএইচ ব্যাটারি। যা আপনার দেড়দিন চলবেই। দাঁড়ান দাঁড়ান এখনও শেষ হয় নি।
এই মোবাইলে পাবেন ৪ জিবি র্যাম। ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। বাইরে থেকে সাপোর্ট করবে ৫১২ জিবি।
☛ বিস্তারিত দেখুন- রেডমি মোবাইল
রেডমি মোবাইল রিভিউ
আরও পড়ুনঃ – ২০ হাজারের কমদামে স্কুটি
আরও পড়ুনঃ – ফেসবুক থেকে আয় করার সঠিক পদ্ধতি