বাপ্পাদিত্য মুখোপাধ্যায় একজন বাংলা সাহিত্যিক। ভারত বাংলাদেশ সহ বাংলা ভাষা প্রচলিত সকল এলাকাতেই পরিচিত মুখ।
বাংলা সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে উনি কলেজে অধ্যাপনাও করেন। শিক্ষকতা করেছেন নবোদয় বিদ্যালয়ে তিন বছর।
উনার জনপ্রিয় উপন্যাস কেন প্রেম, রহস্যময় মেরিন দ্বীপ, প্রমিথিউসের পথে, ফিরে আসার দিন, আবার হীরার খোঁজে ইত্যাদি
জনপ্রিয় গল্পের বই, শয়তানের মুখোশ, বিষাক্ত সব গল্প, দশটি প্রেমের গল্প
কবিতার বই, একদিন কলকাতা
বর্তমানে বাপ্পাদিত্য মুখোপাধ্যায় একজন বাংলা ব্লগার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। সাহিত্য নতুন কিছু করার জন্যই উনার ব্লগিং এ আসা। প্রেমের গল্প ডট কম, বাংলা ব্লগার ডট ইন, বাংলা শায়রি ডট কম, বাংলা ব্লগার ডট ইন, আমার সাহিত্য ডট কম উনার জনপ্রিয় বাংলা ওয়েবসাইট।
যাত্রা নাটক এবং ক্রিকেট উনার আরেক প্রেম।
আনন্দবাজার সহ বাংলা সাহিত্যের সব বড় কাগজেই উনার অবাধ বিচরণ।