সমর সেন এর লেখা মহুয়ার দেশ কবিতার বিষয়বস্তু
মহুয়ার দেশ সমর সেন আলোচনা বাপ্পাদিত্য মুখোপাধ্যায় ১ মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক, অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ, সমস্তক্ষন সেখানে পথের দুধারে …