মনের মানুষকে কীভাবে ভুলে যাওয়া যায়?
কীভাবে তাকে ভুলে যাওয়া যায় তারে ভোলানো গেল না কিছুতে…ভালবাসার মানুষকে কেন কোনও কিছুকেই তো আমরা স্বেচ্ছায় ভুলতে পারি না। ভুলতে যাওয়া মানেই হচ্ছে মনে করার উন্নত প্রয়াশ। আর যা ভুলে যাওয়ার তা এমনিতেই ভুলে যাই। যেমন চেষ্টা করেও মনে করতে পারলাম না একটু আগেই বিছানা ছাড়ার সময় কোন পা আগে নামিয়েছিলাম 😉 দেখবেন …